পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ্ মুসারাফ ১৮ অক্টোবর বলেছেন, ভূমিকম্পের পর দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজ ত্বরান্বিত করার জন্য পাকিস্তান কাশ্মীরের বাস্তব নিয়ন্ত্রণ সীমা রেখা উন্মূক্ত করবে।
তিনি বলেছেন, পাকিস্তান ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদেরকে সীমান্ত-পার এবং দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজে অংশ নিতে স্বাগত জানায় । এর সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তান ও ভারতের দুর্গত অঞ্চলের পুনর্গঠনের প্রক্রিয়ায় পারস্পরিক সমর্থন ও সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় একই দিন একটি বিবৃতিতে প্রেসিডেন্ট মুসারাফের বক্তব্য স্বাগত জানিয়েছে। এর সঙ্গে সঙ্গে ভারত সরকার ঘোষণা করেছে যে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের অধিবাসিদের আগামী দুই সপ্তাহে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের আত্মীয়স্বজনদের সঙ্গে টেলিফোন যোগাযোগের অনুমতি দেয়া হবে।
|