v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-18 21:02:42    
১৮ অক্টোবর

cri
 **২০০২ সালের ১৮ অক্টোবর চীনের প্রথম রাষ্ট্রীয় তথ্যকরণ পরিকল্পনা প্রকাশিত

    ২০০২ সালের ১৮ অক্টোবর চীনের তথ্যকরণ নেত্রী গ্রুপ ' চীনের জাতীয় অর্থনীতি আর সমাজ উন্নয়নের পঞ্চম দশম পালা পরিকল্পনার তথ্যকরণ পরিকল্পনা' প্রকাশিত হয়।

   ১৯৯৮ সালের ১৮ অক্টোবর এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন চীনের গুয়েলিন শহরে সমাপ্ত হয়। অধিবেশনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি দল পরিবেশ ও সম্পদএবং পর্যটনের টেকসই বিকাশ সংক্রান্ত 'গুয়েলিন ইস্তাহার' স্বাক্ষর করেন। তা ছাড়া প্রতিনিধি দলের মধ্যে সংশ্লিষ্ট কৌশলগত কার্যকলাপে ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্য হয়। এই ইস্তাহারে বলা হয়, এই অঞ্চলের সম্পদ যুক্তিযুক্তভাবে উন্নয়ন করা এবং প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ জোরদার করা এই অঞ্চলের বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থের প্রয়োজন।

**১৯৯৫ সালের ১৮ অক্টোবর চীন আর রাশিয়া দু' দেশের পশ্চিমাংশের সীমান্তের নির্ধারণ সংক্রান্ত চুক্তি অনুমোদন করে

   ১৯৯৫ সালের ১৮ অক্টোবর চীনের রাজধানী পেইচিংএ চীন আর রাশিয়া দু'দেশের প্রতিনিধিদের মধ্যে দু'দেশের পশ্চিমাংশের সীমান্ত নির্ধারণ সংক্রান্ত চুক্তি অনুমোদন হয় । সে বছরের ৩ সেপ্টেম্বর মস্কোতে আয়োজিত চীন-রাশিয়া দ্বিতীয় শীর্ষ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দু'দেশের পশ্চিমাংশের সীমান্ত লাইন ২২ কিলোমিটার দীর্ঘ।

**১৯৮৫ সালের ১৮ অক্টোবর চীনের প্রথম জাতীয় কিশোর-কিশোরী গেমস সমাপ্ত হয়

    ১৯৮৫ সালের ১৮ অক্টোবর চীনের প্রথম জাতীয় কিশোর-কিশোরী গেমস চীনের জেনযৌ শহরে সাফল্যজনকভাবে সমাপ্ত হয়। সেই গেমসে বেশ কয়েক জন সম্ভাবনাময় ক্রীড়াবিদ আবির্ভূত হন। পরে তাঁরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীনের জন্যে অবদান রেখেছেন।

**১৯৮৪ সালের ১৮ অক্টোবর আফ্রিকা মহা দেশে অভুতপূর্ব খরা ঘটে

    ১৯৮৪ সালের ১৮ অক্টোবর আফ্রিকার মহা দেশে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খরা দেখা দেয়। এ সব দেশের মধ্যে ইথিওপিয়ার দুর্যোগ সবচেয়ে গুরুতর। আফ্রিকার ৩৪টি দেশ সাংঘাতিক খরার শিকার হয় এবং ২৪টি দেশে অনাহার দেখা দেয়। কমপক্ষে এক কোটি লোক গৃহহারা হয়। জেনিভার রেডক্রস সমিতি জানায় , ১৯৮৩ সালে আফ্রিকা মহা দেশে এক কোটি ৬০ লক্ষ লোক অনাহারে এবং অপুষ্টিতে মারা যায়।

**১৯৩১ সালের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের মহান আবিষ্কারক এডিসেনের মৃত্যু হয়

    ১৯৩১ সালের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের মহান বিজ্ঞানী আর আবিষ্কারক এডিসেন মারা যান।

**১৯১০সালের ১৮ অক্টোবর চীনের প্রথম জাতীয় গেমসের উদ্বোধন হয়

    ১৯১০ সালের ১৮ অক্টোবর চীনের সাংহাইএর খ্রিষ্টিন ধর্মের যু্ব সমিতির উদ্যোগে চীনের প্রথম জাতীয় গেমসের উদ্বোধন হয়।

    ২০০১ সালের ১৮ অক্টোবর চীনের সাংহাইএ এপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

    ২০০১ সালের ১৮ অক্টোবর চীনের সাংহাইএ এপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ।এই শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সন্ত্রাস দমন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হয়। চীনের তত্পকালীণ প্রেসিডেন্ট চিয়াং ছে মিন এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ যথাক্রমে এই শীর্ষ সম্মেলনে ভাষণ দেন।