১৭ অক্টোবর চীনের জাতীয় বার্তা সংস্থা-- সিনহুয়া বার্তা সংস্থার একজন ভাষ্যকারের প্রবন্ধে জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির আবার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পনের তীব্র নিন্দা করা হয়েছে ।
ভাষ্যে বলা হয়েছে , জাপানী প্রধানমন্ত্রীর এই আচরণ জাপানের সমরবাদের আগ্রাসনের শিকার -- চীন ও অন্যান্য এশীয় দেশের জনগণের ভাবানুভূতি ক্ষুন্ন করেছে এবং চীনসহ এশীয়ার বিভিন্ন দেশের সঙ্গে জাপানের মৈত্রী সম্পর্কের ক্ষতি করেছে । তার এই আচরণ জনিত পরিণামের দায়িত্ব তাকে বহণ করতে হবে ।
জাপানের বিভিন্ন মহল সম্প্রতি বিবৃতি প্রকাশ ও প্রতিবাদ চিঠি পাঠ করার মাধ্যমে প্রধানমন্ত্রী কোইজুমির ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পনের বিরোধিতা করেছে ।
জাপানের যানবাহন মন্ত্রী কিটাগাওয়া খাজুও ১৭ অক্টোবর বলেছেন , কোইজুমির এই আচরণ জনগণের আকাংখার প্রতিনিধিত্ব করতে পারে না । এই আচরণ চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্কের প্রসারে নেতিবাচক প্রভাব ফেলবে ।
জাপান-চীন মৈত্রী সমিতির একটি বিবৃতিতে বলা হয়েছে , কোইজুমির এই আচরণ বরদাস্ত করা যায় না । জাপানের নিবোন কেইজাই সিম্বন পত্রিকার একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে , প্রধানমন্ত্রী যে বার বার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পণকরেছেন, অন্য দেশের নাগরিকরা তা' থেকে শুধু এটা বুঝতে পারেন যে জাপান ইতিহাসের ভুলত্রুটি স্বীকার করবে না ।
|