চীন পাকিস্তানের কাছে নবম কিস্তির ত্রাণ সামগ্রী
cri
১৮ অক্টোবর পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খং শিয়ে বলেছেন, চীন শীঘ্রই পাকিস্তানের কাছে নবম কিস্তির ত্রাণ সামগ্রী পাঠাবে। এ সব ত্রাণ সামগ্রীর মধ্যে বিদ্যুতের জেরারেটর, পানি শোধনকারী সরঞ্জাম ইত্যাদি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখপাত্রটি বলেছেন, এর আগে পাকিস্তানের কাছে চীনের পাঠানো অষ্টম কিস্তির ত্রাণ সামগ্রী ১৪ অক্টোবর পাকিস্তানে পৌছেছে। ২০ লক্ষ টনের এ সব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, ছোট আকারের বিদ্যুতের জেনারেটর, পানি শোধনকারী সরঞ্জাম ইত্যাদি।তিনি ব্যাখ্যা করে বলেছেন, পাকিস্তানের অনুরোধে চীন সরকার এবার বিশেষভাবে পানি শোধনকারী সরঞ্জাম সংগ্রহ করেছে। মুখপাত্রটি বলেছেন, পাকিস্তানের অনুরোধ অনুযায়ী চীন ত্রাণ সামগ্রী বাড়ানোর কথা বিবেচনা করবে।
|
|