ইউরোপের বার্ড ফ্লু পরিস্থিতি সম্বন্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাড়িয়ে না বলার সর্তকবাণী
cri
১৭ অক্টোবর জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক ব্যাধি পূর্বসতর্কতা বিভাগের মহা পরিচালক মাইকেল রায়ান হুঁশিয়ারী দিয়ে বলেছেন, ইউরোপের বার্ড ফ্লৃপরিস্থিতি বাড়িয়ে বলা উচিত নয়। তিনি স্বীকার করেছেন, অতিথি পাখির সঙ্গেতুরস্ক আর রোমানিয়ায় দেখা যাওয়া বার্ড ফ্লু ভাইরাসের কিছুটা সম্পর্ক আছে, উপরন্তু এই ভাইরাসের প্রকোপ অব্যাহত থাকবে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে জোর দিয়ে বলেছেন, অতিথি পাখি মারা যাওয়ার কারণ অনেক। সুতরাং ইউরোপের পূর্বাঞ্চলে হাঁস-মুরগীর মৃত্যু সম্বন্ধে তদন্ত কাজ চালানো উচিত। তিনি বলেছেন, ই ইউর সাহায্যে উপরোল্লেখিত দুটো দেশের বার্ড ফ্লুর প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণের ক্ষমতা আছে।
|
|