|
 |
(GMT+08:00)
2005-10-18 19:02:48
|
চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে বিশ্বের অন্যান্য উন্নয়নমুখী দেশের শিক্ষা গ্রহণকরতে পারে
cri
বিশ্ব ব্যাংকের গভর্নর পোল উলফোভিজ ১৮ অক্টোবর পেইচিংএ বলেছেন, গত বিশাধিক বছরের উন্নয়নে চীন যে অভিজ্ঞতা অর্জন করেছে বিশ্বের অন্যান্য উন্নয়নমুখী দেশ তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ১৯ অক্টোবর আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, গত বিশাধিক বছরে অর্থনৈতিক ক্ষেত্রে চীন লক্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিশ্বের অর্থনীতিতে চীনের ভূমিকা অধিক থেকে অধিকতর ষ্পষ্ট।এর সঙ্গে সঙ্গে চীনের দারিদ্র্য বিমোচন কাজেও লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে।বিশ্বের অন্যান্য দেশ চীনের এ সব অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
|
|
|