যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে ১৭ অক্টোবর মার্কিন পররাষ্ট্র মন্ত্র রাইস এবং ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি এবং সামুদ্রিক উন্নয়ন বিষয়ক প্রতি মন্ত্রী কপিল শিবালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী রাইস স্বাক্ষর অনুষ্ঠানে বলেছেন, এই চুক্তি থেকে প্রতিপন্ন হয়েছে যে, মার্কিন-ভারত সম্পর্কের দ্রুত উন্নয়ন হচ্ছে। কপিল শিবাল বলেছেন, এই চুক্তি নতুন ক্ষেত্রে দু' দেশের সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দু'দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষমতা উন্নত হবে, দু' দেশের বিজ্ঞানী আর গবেষকদের মধ্যে সফর বিনিময় নিবিড় হবে এবং পরস্পরের মধ্যকার সহযোগিতা বৃদ্ধি পাবে।
|