চীনের সরকার, জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ সমস্যা বিষয়ক অফিস এবং আসিয়ানের যৌথ উদ্যোগে আসিয়ান ও চীনের মাদক দমনের সহযোগিতা সম্পর্কিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ১৮ অক্টোবর পেইচিংয়ে শুরু হয়েছে।
আসিয়ানের দশটি দেশ, চীন, জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ সমস্যা বিষয়ক অফিস এবং অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে আসা প্রায় দু'শ প্রতিনিধি ও বিশেষজ্ঞ এবারকার তিন দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়েছেন। ১৮ ও ১৯ অক্টোবর হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের সম্মেলন, ২০ অক্টোবর হচ্ছে মন্ত্রী পর্যায়ের সম্মেলন।
জানা গেছে, উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের সম্মেলনে যোগদানকারীরা প্রধানত এই অঞ্চলে মাদক দমনের সহযোগিতার মাত্রা বাড়ানো, সহযোগিতার মান উন্নত করার কার্যকর উপায় অন্বেষণ করছেন। তাঁরা পেইচিং ষোষণা, নবায়নকৃত আসিয়ান-চীন মাদক দমন সহযোগিতামূলক অভিযানের পরিকল্পনা এবং চীনের প্রতিনিধিদলের দাখিলকৃত আসিয়ান ও চীন ২০০৬ সালে বেনজেড্রীন ধরনের মাদক অপরাধ দমনের যৌথ অভিযান চালানোর প্রস্তাব আলোচনা করছেন। সংশ্লিষ্ট দলিলপত্র ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে।
|