জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থার মহাপরিচালক জ্যাক দিউফ ১৭ অক্টোবর জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থা প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বের খাদ্যের নিরাপত্তা রক্ষা করার ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেছেন।
দিউফ বলেছেন, চীনের কৃষির প্রবৃদ্ধি খাদ্যের নিরাপত্তা জোরদার করা ও দারিদ্র্য বিমোচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন সক্রিয়ভাবে আফ্রিকা ও অন্য উন্নয়নমুখী দেশগুলোকে খাদ্য ও কৃষি প্রযুক্তি সরবরাহ করেছে।
১৭ অক্টোবর হচ্ছে জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থা প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী। এই সংস্থা রোমে অবস্থিত সদর দপ্তরে উদযাপনী অনুষ্ঠান আয়োজন করেছে। দিউফ অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন, খাদ্য ও কৃষি সংস্থার উচিত সংস্থার সংস্কার চালানো, যাতে ক্ষুধা বিমোচন করার ক্ষেত্রে আরো বেশি ভূমিকা পালন করা যায়।
তা ছাড়া, ইতালির প্রেসিডেন্ট কারলো আজেগলিও কিয়ামফিসহ বিভিন্ন দেশের নেতা আলাদা আলাদাভাবে আনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় উন্নত দেশগুলোর উদ্দেশ্যে কৃষির ভর্তুকি উঠিয়ে নেয়া এবং দক্ষিণ ও উত্তর দেশগুলোর মধ্যে সংলাপ জোরদার করার আহবান জানিয়েছেন। যাতে উন্নয়নমুখী দেশগুলোর কৃষির সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত করা যায়।
|