চীনের বে-সামরিক পরিবহণের সাধারণ ব্যুর্রোর মহা পরিচালক ইয়াং ইয়েন ইয়েন ১৬ অক্টোবর বলেছেন, চলতি বছর চীনের বে-সামরিক বিমানের যাত্রী-বহনের পরিমাণ যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে। চলতি বছর যাত্রী বহনের পরিমাণ ১৩ কোটিতে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে।
তিয়েচিন শহরে একটি কর্মসূচীতে যোগ দেওয়ার সময় তিনি ব্যাখ্যা করে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের বে-সামরিক বিমান পরিহরণের দ্রুত বিকাশ হয়েছে। ১৯৯৫ সালে চীন যাত্রী বহনে বিশ্বে একাদশ স্থানে ছিল , ২০০০ সালে যাত্রী বহনে ছিল বিশ্বে নবম ।
|