চীনের ২০০৫ সালের প্রথম দারিদ্র্যদারিদ্র বিমোচন সংক্রান্ত আর্থ-বাণিজ্যিক প্রকল্প আলোচনা সভা এবং চীনের প্রধান দারিদ্র্য বিমোচন অঞ্চলের সম্পদ উন্নয়ন প্রদর্শনী ১৬ অক্টোবর ডালিয়েন শহরে শুরু হয়েছে। ২২০ জন প্রবাসী চীনা ব্যবসায়ী এবং চীনের অভ্যন্তরের ৫ শতাধিক শিল্প-প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন।
জানা গেছে, দারিদ্র্য বিমোচনের আলোকে এবারকার প্রদর্শনীতে গ্রাম আর দারিদ্র্য অঞ্চলের সুযোগ সম্ভাবনা প্রদর্শন করা হবে। দারিদ্র্যবিমোচনের উন্নয়ন, দারিদ্র্য অবস্থা থেকে সম্পদশালী অবস্থায়রুপান্তর করা ইত্যাদি বিষয়াদি নিয়ে এবারকার প্রদর্শনীতে আলোচনা হবে। চীনের আংশিক দরিদ্র অঞ্চলের কৃষি সম্পদ, অর্থনৈতিক সম্পদ. মানসিক সম্পদ , পর্যটন সম্পদ এবং পুঁজি-বিয়োগকারীদের আর্কষণের প্রকল্প ইত্যাদি প্রদর্শনীতে দেখানো হবে।
|