পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুসারাফ ১৬ অক্টোবর 'বিশ্ব খাদ্য দিবস' পালন করার সময় আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে আবার পাকিস্তানকে আরও বেশী সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ৮ অক্টোবর সংঘটিত ভয়াবহ ভূমিকম্প পাকিস্তানের এক নজিরবিহীন বিপর্যয় । দুর্গত অঞ্চলের পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য প্রচুর পুঁজি দরকার। তাছাড়া, যথাশীঘ্র সম্ভব স্কুল, হাসপাতাল এবং ঘরবাড়ি পুনর্গঠনের জন্য, দুর্গত অঞ্চলে অস্থায়ী ঘরবাড়ি, তাঁবু ও কম্বল ইত্যাদি সামগ্রী ও সরঞ্জাম জরুরীভাবে প্রয়োজন।
৮ অক্টোবর উত্তর পাকিস্তান রিক্টার স্কেলে ৭.৬ মাত্রার প্রাবল্যসম্পন্ন ভূমিকম্প হয়েছে। তাতে খুবই গুরুতর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, পাকিস্তান কমপক্ষে ৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এবং ১০ বছরের মধ্যেই কেবল পুনরুদ্ধার ও পুনর্গঠনেরকাজ সম্পন্ন করতে পারবে।
|