|
 |
(GMT+08:00)
2005-10-16 18:46:08
|
চীনের ৯৮তম আমদানি-রফতানি প্রদর্শনী গুওয়াংযৌতে শুরু হয়েছে
cri
১৫ অক্টোবর চীনের গুওয়াংযৌতে চীনের ৯৮তম আমদানি-রফতানি প্রদর্শনী শুরু হয়েছে। চীনের গুওয়াংযৌ আমদানি-রফতানি প্রদর্শনী এমন একটি বহুমুখী আন্তর্জাতিকপ্রদর্শনী যার ইতিহাস সবচেয়ে দীর্ঘ এবং আকার সবচেয়ে বিরাট । প্রত্যেক বছরের বসন্ত আর শরত্কালে এই প্রদর্শনী দু' বার অনুষ্ঠিত হয়। জানা গেছে, গত বছরের তুলনায় এ বছরের প্রদর্শনীর আকার আরও সম্প্রসারিত হয়েছে। ১২ হাজার শিল্প-প্রতিষ্ঠান এবারকার প্রদর্শনীতে অংশ নিয়েছে।
|
|
|