রাশিয়ায় সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিরাইস ১৫ অক্টোবর মস্কোয় আরেক বার বলেছেন যে , যুক্তরাষ্ট্র মধ্য-এশিয়ায় নতুন সামরিক ঘাঁতি স্থাপন করবে না ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্কী লাভরোভ একইদিন জানিয়েছেন , ১৫ অক্টোবর রুশ প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে সাক্ষাত্কালে রাইস বলেছেন , কিরগিজিস্তানের মানাস সামরিক ঘাঁটি ছাড়া মধ্য-এশিয়ায় যুক্তরাষ্ট্র নতুন ঘাঁতি স্থাপন করবে না । সন্ত্রাস দমন ও মাদক দ্রব্যের চোরচালান ক্ষেত্রে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতানৈক্য নেই । ইরানের পরমাণু সমস্যায় দু'পক্ষ আরেক বার ঘোষণা করেছে যে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারের বিরোধিতা করে ।
একইদিন , রাইস লাভরোভের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকে লাভরোভ বলেছেন , আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে ইরানের পরমাণু সমস্যার সমাধান রাশিয়া সমর্থন করে । রাইস বলেছেন , যুক্তরাষ্ট্র রাশিয়া সহ অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে ইরানের পরমাণু সমস্যা সমাধানের উপায় খুঁজবে ।
|