বিশ রাষ্ট্রগোষ্ঠীর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরদের সপ্তমসম্মেলন ১৬ অক্টোবর চীনের হোপেই প্রদেশের সিয়ান হোতে সমাপ্ত হয়েছে । চীনের অর্থমন্ত্রী চিং রেন ছিং বলেছেন , এই সম্মেলনে গোটা পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা আলোচনা করা হয়েছে । অর্থনীতি বিকাশের ভারসাম্যহীনতা দূর করার জন্য এই সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা অর্থ , মুদ্রা ও বিনিময় হার সম্পর্কিত প্রয়োজনীয় নীতি কার্যকরী করতে আর অবাধ বাণিজ্য বাস্তবায়ন, বাণিজ্য সংরক্ষনবাদ দূর করা আর উন্নয়নশীল দেশগুলোর প্রতি বিশেষ সুবিধা দেয়ার ক্ষেত্রে এক মত হয়েছেন । তা ছাড়া এই সম্মেলনে তারা বিশ্বব্যাংক ও আইএমএফসহ আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সংস্কারের দিকনিদের্শনা দিয়েছেন ।
সম্মেলন সমাপ্ত হওয়ার আগে প্রকাশিত একটি যুক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বর্তমান তেলের উচ্চ দাম আর এ থেকে সৃষ্ট গোটা পৃথিবীর অর্থনীতির সম্ভাব্যঅস্থিতিশীলতা মোকাবেলার জন্য বিশ রাষ্ট্রগোষ্ঠীকে নিজেদের সংহতি জোরদার করতে হবে ।
জানা গেছে , বিশ রাষ্ট্রগোষ্ঠী অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অষ্টমসম্মেলন ২০০৬ সালে অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ।
|