ক্যানাডার মহাকাশ ব্যুরোর মহাপরিচালক মারক গারনৌ চীন সফর শুরু করার আগে চীনা সংবাদদাতাদের কাছে সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, ক্যানাডা মহাকাশ শিল্প-উন্নয়ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
গারনৌ বলেছেন, শেনচৌ-৬ মহাকাশযানের উত্ক্ষেপ মানে নভোযানের প্রযুক্তির ক্ষেত্রে চীনের অগ্রগিত খুবই দ্রুত। তিনি বলেছেন, চীনের মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার পরিকল্পনা আছে।পক্ষান্তরে ক্যানাডা মহাকাশ যন্ত্র-হাত তৈরী করার ক্ষেত্রে বিপুল প্রযুক্তি অর্জন করে। তা হচ্ছে দু'পক্ষের সহযোগিতা চালানোর একটি ক্ষেত্র।
আগামী সপ্তাহে গারনৌ একটি মহাকাশ প্রতিনিধিদল নিয়ে চীন সফর করবেন। তাঁর এবারকার সফরের লক্ষ্য হচ্ছে মহাকাশ প্রযুক্তিগত ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা।
|