চীনের দশম জাতীয় গেম্স পর্যবেক্ষণের জন্য আগত বিশ্ব উত্তেজক পদার্থ বিরোধী সংস্থা--- ডাব্লিউএ ডি এর প্রধান রুন এন্ডারসেন ১৬ অক্টোবর পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে বলেছেন , চীনের দশম জাতীয় গেম্সের উত্তেজক পদার্থ বিরোধী কাজ সন্তোষজনক ।
এন্ডারসেন ও তার সফরসঙ্গীরা সাতার , জিমন্যাস্টিক্স , টেবিলটেনিস ও হ্যান্ডবল ইভেন্টের উত্তেজক পদার্থ বিরোধী কাজ পর্যবেক্ষণ করেছেন । তিনি বলেছেন , দশম জাতীয় গেম্সের উত্তেজক পদার্থ পরীক্ষা বিশ্ব উত্তেজক পদার্থ বিরোধী চুক্তির মানদন্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ।
উল্লেখ্য , দশম জাতীয় গেম্সের বাছাইমূলক প্রতিযোগিতার উত্তেজক পদার্থ সেবন পরীক্ষায়২৬জন উত্তেজক পদার্থ সেবক ক্রীড়াবিদ সনাক্ত হয়েছিল ।
|