স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস জাপাটেরো ১৫ অক্টোবর পঞ্চদশ ইবেরিয়া আমেরিকান দেশগুলোর শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন, দারিদ্র্য ও অসাম্য বিমোচন হচ্ছে এবারকার সম্মেলনের অর্জিত সবচেয়ে গুরুত্বপূর্ণ মতৈক্য।
জাপাটেরো বলেছেন, এই অঞ্চলের বিভিন্ন দেশের উচিত জনগণের কল্যাণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, জনগণের স্বাস্থ্য ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্যে যৌথ চেষ্টা করা। তিনি জোর দিয়ে বলেছেন, ইবেরিয়া আমেরিকান দেশগুলোকে বিশ্বের সম্মুখীন হতে হবে এবং ই ইউ'র সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে হবে।
পঞ্চদশ ইবেরিয়া আমেরিকান দেশগুলোর শীর্ষ সম্মেলন একইদিন স্পেনের সালামানকায় সমাপ্ত হয়েছে। এবারকার সম্মেলনে "সালামানকার বিবৃতি" গৃহীত হয়েছে। এই বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে এই যে, বহুপক্ষবাদ জোরদার করতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনে একতরফা শাস্তি দেওয়ার ব্যবস্থার বিরোধিতা করতে হবে।
|