১৪ অক্টেবর কংগোর ব্রাজাভিলস্থ চীনাদূতাবাস এই বলে স্বীকৃতি দিয়েছে যে ১৩ অক্টোবর বিকেলে কংগোর ব্রাজাভিলেনিরাপত্তা বাহিনী ও সরকার বিরোধী সশস্ত্রশক্তির গুলিবিনিময়ে ব্রাজাভিলে কর্মরত চীনের একজন বিশেষজ্ঞ নিহত হয়েছেন , অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন ।
১৩ অক্টোবর বিকেলে পাঁচটার সময় গাড়ী চালিয়ে তাদের বাসস্থানে ফেরার পথে দুজন চীনা বিশেষজ্ঞ গুরুতরভাবে আহত হন । তাদের হাসপাতালে পাঠানোর পর তাদের মধ্যে একজন হাসপাতালে মারা যান , অন্যজনের অবস্থা এখন বিপদমুক্ত হয়েছে ।
চীনা দূতাবাস এই ঘটনার জন্য কংগো কতৃর্পক্ষের সঙ্গে যোগাযোগ করছে ।
|