|
|
(GMT+08:00)
2005-10-15 20:40:49
|
প্রেসিডেন্ট হু চিন থাও আর শেনচৌ-৬ নভোচারীদের মধ্যে কথাবার্তা
cri
১৫ অক্টোবর চীনের শেনচৌ-৬ নভোযানের মহাকাশ পরিভ্রমণের চতুর্থ দিন। এখন নভোযানটি স্বাভাবিকভাবে চলছে। বিকালে ৪টা ৩০ মিনিটের কাছাকাছি সময় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পেইচিং উড্ডয়ন নিয়ন্ত্রণ কেন্দ্রে শেনচৌ-৬ নভোচারী ফি চিন লং এবং নি হাই সেনের সঙ্গে কথাবার্তা বলেছেন । তিনি প্রথমে দু'জন নভোচারীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের শরীরের অবস্থা ভাল বলে এবং বিভিন্ন দফা পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে বলে তিনি খুব আলন্দিত। শেনচৌ-৬ নভোযানের সাফল্যজনক উদক্ষেপন থেকে প্রতিপন্ন হয়েছে চীনের মানববাহী মহাকাশ ব্রত নতুন গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে গেছে। তিনি বলেছেন, মাতৃভূমির জনগন তাদের সাফল্যজনক প্রত্যাবর্তন প্রত্যাশা করছেন।
|
|
|