|
 |
(GMT+08:00)
2005-10-15 20:37:32
|
শেনচৌ-৬ নভোযান স্বাভাবিকভাবে চলছে
cri
১৫ অক্টোবর সকাল ৯টায় চীনের শেনচৌ-৬ নভোযানের মহাকাশ পরিভ্রমণের চতুর্থ দিন। এখন নভোযানটি স্বাভাবিকভাবে চলছে। সকাল ৮টার কাছাকাছি সময় নভোচারী নি হাই সেন কক্ষপথের কক্ষে বিশ্রাম নেন। প্রত্যার্বতন কক্ষে কর্মরত নভোচারী ফি জন লং নভোযানে বেঁধে সূর্য পালের এক দল ছবি তুলেছেন এবং পৃথিবিতে পাঠিয়েছেন। জানা গেছে, বাকী নভোচারীরা সবর্দাই পেইচিং উড্ডয়ন নিয়ন্ত্রণ কেন্দ্রে পালা করে ডিউদি করছেন।তাঁরা মহাকাশে দু'জন নভোচারীর জন্য প্রযুক্তিগত আর মনস্তাধিক সাহায্য যুগিয়ে দিছেন।
|
|
|