১৪ অক্টোবর ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে শুরু হওয়া মধ্য ইউরোপের দ্বাদশ শীর্ষ সম্মেলনে আহবান জানানো হয়েছে যে, ই ইউ'র খসড়া সংবিধান এই বছরে ফ্রান্স এবং নেদারল্যান্ডসে আয়োজিত গণ ভোটে নাকচ করা হয়েছে, তা সত্ত্বেও ই ইউ'র তার সম্প্রসারণ প্রক্রিয়া অব্যাহতভাবে রাখা উচিত।
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট স্টজেপান মেসিখ এবারকার মধ্য ইউরোপ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, ইউরোপের একীকরণের প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত নয়।একীকরণের পথে ধরে চলা ছাড়া, ইউরোপীয় দেশগুলর কোনো বিকল্প নেই।
|