১৩ অক্টোবর রাশিয়ার উত্তর ককেসাসের নালছিক শহরের ওপর সন্ত্রাসীদের চালানো হামলায় নিরীহ মানুষ নিহত হওয়ার ঘটনার নিন্দা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় । ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় নিহত মানুষ ও আইন প্রয়োগকারীদের জন্য শোক প্রকাশ করেছে এবং তাদের আত্মীয় ও আহতদের সমবেদনা জানিয়েছে ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে , রাশিয়া সরকার সন্ত্রাস দমন , দেশের নিরাপত্তা ও সমাজের স্থিতিশীলতা রক্ষার জন্য যে ব্যবস্থা নিয়েছে , চীন সরকার দৃঢ়ভাবে তা সমর্থন করে । চীন দ্বিপাক্ষিক ও শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক এবং দু'দেশ ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়াস চালাতে চায় ।
|