v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-14 21:28:22    
বোলেকেন হ্রদের কাছে রাজহাঁস পালনকারী মেয়ে

cri
    চীনের ডাথুং এলাকায় থাইইয়াংশেং জেলার সিংলুং গ্রামের উত্তর-পশ্চিম দিকে , আমরা সবসময়েই হ্রদের কাছে দেখতে পাই, একজন মেয়ে রাজহাঁস পালন করছেন, তিনি হচ্ছেন এইজেলার গণকংগ্রেসের প্রতিনিধি তু ওয়ানশুয়াং ।

    ৩৩ বছর বয়স্ক তু ওয়ানশুয়াং একজন দূরদর্শী ব্যক্তি। এইজেলার গণকংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাঁর সব চিন্তা শুধু কিভাবে কৃষকরা ধনি হতে পারেন তার উপায় খুঁজে বের করা।

    গত বছরের বসন্তকালে থাইইয়াংশেং জেলায় শিল্পের কাঠামোর পুনবির্ন্যাস হয়েছে, হাঁসমুর্গী পালন করে দ্রুত উন্নয়ন করতে কৃষকদের উত্সাহ দেয়া হয়েছে। তু ওয়ানশুয়াং কয়েক দিনে বোলেকেন হ্রদের কাছে হেঁটে হেঁটে ভাবলেন যে , এখানে পরিবেশ খুবই ভাল , এটা রাজহাঁস পালন করার একটি চমত্কার জায়গা। তিনি মন স্থির করার পর জেলার সরকারের রাজহাঁস পালনের প্রযুক্তি প্রশিক্ষণকোর্সে সক্রীয়ভাবে অংশ নিলেন এবং কয়েকটি প্রযুক্তিগত তথ্যের বই কিনে রাজহাঁস পালনের বিজ্ঞান মন দিয়ে গবেষণা শুরু করলেন। গত মে মাসে তু ওয়ানশুয়াং ২০০টি রাজহাঁসের ছানা কিনে পালন করার চেষ্টা করতে লাগলেন। তিনি দিন রাত মনোযোগ দিয়ে সেগুলোর যত্ন নিয়েছেন এবং রাজহাঁসের ছানা পালন করার সঙ্গে সঙ্গে লেখাপড়াও করেছেন। ক্লাসে শিক্ষকের কাছে শেখা প্রযুক্তিগত নিয়ম অনুযায়ী এইসব রাজহাঁসের ছানাকে পানি আর খাবার নিয়মিতভাবে দিয়েছেন এবং ছানাগুলোর অবস্থার পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন । যখন রাজহাঁসের ছানা বাইরে চরানোর সময় হয় তখন তু ওয়ানশুয়াং তাদেরকে হ্রদের কাছে নিয়ে যান , যাতে ওরা কচি সবুজ ঘাস খায় এবং হ্রদে গিয়ে খেলাধুলা করে। তাঁর নিখুঁত পরিচর্যায় এইসব রাজহাঁসের ছানার ৯৮ শতাংশ স্বাভাবিকভাবে বড় হয়েছে এবং শরত্কালে তিনি ৩০০০ ইউয়ান উপার্জন করেছেন।

    রাজহাঁস পালনের খরচ কম , কিন্তু লাভ বেশি এবং রাজহাঁস সহজে বড় হতে পারে , এই সব দেখে গ্রামের অন্য নারীরাও রাজহাঁস পালন করতে আগ্রহী হলেন।

একত্রে সচ্ছল হওয়ার জন্য এই বছরের বসন্তকালে তু ওয়ানশুয়াং জেলার পশু চিকিত্সা বিভাগের সঙ্গে যোগাযোগ করার পর নিজের বাড়িতে একবার রাজহাঁস পালনের প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছেন এবং তাতে ৩০ জনের বেশি কৃষক অংশ নিয়েছেন । তাঁর উদ্যোগে ও সাহায্যে এইবছরে তাঁর গ্রামের নারীরা মোট ৫ হাজারেরও বেশি রাজহাঁস পালন করেছেন। তু ওয়ানশুয়াং নিজেও ৪০০ হাঁস পালন করেছেন । কৃষক সুন শুহুয়া বলেছেন " যদি তু ওয়ানশুয়াং আমাকে সাহায্য না দিতেন, তাহলে আমার বাড়িতে এই ৮০০টি রাজহাঁস পালন করা সম্ভব হতো না। তাঁর সাহায্যেই আমি দারিদ্র্য মোচন করেছি "।