v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-14 21:21:32    
১৪ অক্টোবর

cri
** কু জেনফু তাইওয়ান প্রণালীর যোগাযোগ তহবিল সমিতির প্রতিনিধি দল নিয়ে মূলভূভাগ সফর করেন

১৯৯৮ সালের ১৪ অক্টোবর প্রণালীর দু'তীরের যোগাযোগ তহবিল সমিতির আমন্ত্রণে তাইওয়ানের প্রণালীর যোগাযোগ তহবিল সমিতির প্রধান কু জেনফু ও তাঁর স্ত্রী ইয়ান জুওইয়ুনসহ এই সমিতির ১২ সদস্য-বিশিষ্ট এক প্রতিনিধিদল নিয়ে চীনের শাংহাই পৌঁছে মূলভূভাগে ছয় দিনব্যাপী সফর শুরু করেন।

১৪ তারিখ রাতে প্রণালীর দু'তীরের যোগাযোগ তহবিল সমিতির প্রধান ওয়াং তাওহান আর তাঁর স্ত্রী সুন ওয়েছুং কু জেনফুর সঙ্গে বৈঠক করেন এবং তাদের ভোজে আপ্যায়িত করেন। প্রথমে প্রধান ওয়াং তাঁর সমিতির সব সদস্যের পক্ষ থেকে কু জেনফু দম্পতি এবং প্রণালীর যোগাযোগ তহবিল সমিতির সদস্যদের আন্তরিক স্বাগত জানান। তিনি বলেন, ১৯৯৩ সালে সিংগাপুরে "ওয়াং এবং কু-র বৈঠক " অনুষ্ঠিত হবার পর পাঁচ বছর হল আমরা দেখা করি নি। এই সুযোগ নিয়ে কু ও সবার সঙ্গে দুপক্ষের অভিন্ন স্বার্থজড়িত সমস্যা নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করেন।

** চীন-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক স্থাপন

মালদ্বীপের পূর্ণ নাম হচ্ছে মালদ্বীপ প্রজাতন্ত্র। প্রধান দ্বীপ- মালে দ্বীপ। তার অর্থ হচ্ছে " মালা দ্বীপ" ও "রাজপ্রাসাদ দ্বীপ" । এটা ভারত উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকের ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র ।মালদ্বীপ বিষুবরেখার দক্ষিণ-উত্তর দুই পাশ বিভক্ত। যার আয়তন হচ্ছে ২৯৮ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা ২.১৪ লাখ ( ১৯৯০ সালের মার্চ মাসের পরিসংখ্যান) , অধিবাসীরা সবাই মালদ্বীপ জাতির লোক । রাষ্ট্রীয় ভাষা ডিভেহী, ধর্ম ইসলাম। রাজধানি মালে। প্রাকৃতিক সম্পদের খুব অভাব , অর্থনীতি উন্নত নয় এবং জাতীয় অর্থনীতির প্রধান ক্ষেত্রে হচ্ছে মত্স্যশিল্প এবং পর্যটন।

** মধ্য আমেরিকান দেশগুলোর সংস্থা প্রতিষ্ঠিত হয়

১৯৫১ সালের ১০ অক্টোবর কোস্টারিকা, এল সালভাদর , গুয়াতেমালা, হোন্ডুরাস, নিকারাগুয়া এই পাঁচটি দেশ এল সালভাডোরের রাজধানি সাইন-সালভাদরে "মধ্য আমেরিকান দেশগুলোর সংস্থার সনদ " স্বাক্ষর করে আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত করে । তাদের লক্ষ্য হচ্ছে মধ্য আমেরিকান দেশগুলোর ঐক্য জোরদার করা এবং যৌথ তত্পরতার মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করা। ১৯৬২ সালের আগস্ট মাসে এই পাঁচটি দেশ মধ্য আমেরিকার অভিন্ন বাজার ও ব্যাংক প্রতিষ্ঠিত করার পর, নতুন সনদ স্বাক্ষর করে এবং সংস্থার পুনর্গঠন করে। তাদের সদর দফতর হচ্ছে সান-সালভাদর । এই সংস্থার অন্তর্ভুক্ত থাকে প্রেসিডেন্ট সম্মেলন, পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন ও অর্থনৈতিক পরিষদ। পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন সাধারণত বছরে একবার অনুষ্ঠিত হয় । প্রকাশিত পত্রপত্রিকা হচ্ছে " শিক্ষা সংবাদ পত্রিকা " ও " শ্রমিক সংবাদ পত্র "।

** চীনে " বার্ন চুক্তি" আনুষ্ঠানিকভাবে বলবত্ হয়

১৯৯২ সালের ১৪ অক্টোবর চীনের রাষ্ট্রীয় গ্রন্হস্বত্ব ব্যুরোর উপ মহাপরিচালক লিউ কাও ঘোষণা করেন যে, চীন ইতিমধ্যেই বিশ্বের সর্ব প্রথম সার্বিক আন্তর্জাতিক গ্রন্হস্বত্ব রক্ষা চুক্তি--" বার্ন চুক্তির" ৯৩তম সদস্য-দেশ হয়েছে । এই চুক্তি ১৫ অক্টোবর চীনে আনুষ্ঠানিকভাবে বলবত্ হবে । এটা চীনের মেধাস্বত্ব রক্ষা ব্যবস্থা বিশ্বের একই পর্যায়ে সার্বিকভাবে উন্নীত হবার প্রতীক ।

** লেখক ছিন মুর মৃত্যু

১৯৯২ সালের ১৪ অক্টোবর চীনের বিখ্যাত আধুনিক লেখক, বিখ্যাত গদ্য লেখক, চীনের কুয়াংতুং প্রদেশের সাহিত্য শিল্প মহলের ফেডারেশনের চেয়ারম্যান ছিন মু হঠাত্ হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়াংচৌ শহরে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর । অর্ধ শতাব্দী ধরে ছিন মু সাহিত্যের ওপর নিরবচ্ছিন্ন মনোযোগে কাজ করে যান এবং চীনের সমাজের উন্নয়নের সঙ্গে নিজের সাহিত্যকর্মের ঘনিষ্ঠ সমন্বয় সাধন করে অনেক, গল্প , উপন্যাস, নাটক, কবিতা ইত্যাদি প্রকাশ করেন এবং খুবই জনপ্রিয় হন । দেশ-বিদেশের পাঠকরা তাঁর এই সব লেখা খুব পছন্দ করেন।