১৪ অক্টোবর চীনের পিপলস ডেইলি পত্রিকার খবরে প্রকাশ , চীনের জলসেচ উপমন্ত্রী চেই হাও হুই সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের নাননিন শহরে এই মত প্রকাশ করেছেন যে , গত ৫ বছরে চীনের গ্রামাঞ্চলে মোট ৮ লক্ষটিরও বেশী বিশুদ্ধ পানি প্রকল্প নির্মাণ করা হয়েছে । ফলে ৬ কোটিরও বেশি গ্রামীণ লোকসংখ্যার বিশুদ্ধ পানির অভাব দূরীকরণ করা হয়েছে ।
তিনি বলেছেন , গত ৫ বছরে গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানির অভাব কাটিয়ে উঠার জন্য চীন ২০ বিলিয়ন ইউয়ান রেন মিন পি বরাদ্দ করেছে । ভবিষ্যতে চীনে বিশুদ্ধ পানি প্রকল্প নির্মাণ খাতে আরো বেশি অর্থ বরাদ্দ করা হবে । এই কার্যক্রম অনুযায়ী , ২০২০ সালের মধ্যে চীনের শহর আর গ্রামাঞ্চলে সকল অধিবাসী বিশুদ্ধ পানি খেতে পারবেন ।
|