চীনের উপপররাষ্ট্র মন্ত্রী উ দা ওয়েই ১৪ অক্টোবর পেইচিংযে জাপানের মন্ত্রিসভার কর্মকর্তা তাকেসি এরিকায়ার সংগে উত্তর চীনে জাপানের পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করার বিষয়ে বৈঠক করেছেন । তিনি বলেছেন , চীন পক্ষ জোরালোভাবে জাপানের কাছে তার যথোচিত কর্তব্য ও দায়িত্ব পালন করা , যথাশীঘ্র আর সম্পূর্ণভাবে উত্তর চীনে তার পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করার দাবি জানিয়েছে ।
তিনি বলেছেন , চীনের বিরুদ্ধে জাপানী হামলার ইতিহাস ৬০ বছর হয়ে গেছে । কিন্তু উত্তর চীনে জাপানের পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র এখনো গুরুতরভাবে চীনা জনগণের প্রাণের নিরাপত্তা আর পরিবেশের ওপর হুমকী হয়ে আছে ।
এরিকায়া বলেছেন , জাপান সরকার এই সমস্যার ওপর ব্যাপক গুরুত্ব দেয় । জাপান পক্ষ মানুষ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার পূর্বশর্তে যথাশীঘ্র তার পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করবে ।
|