v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-14 14:30:53    
লক্ষকোটি নারীকে ঐক্যবদ্ধ করে সুষম সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালান

cri
    চীনদেশে নারীদের নানা স্তরের সংস্থা আছে । এই সংস্থাগুলো চীনা নারীদের নিয়ে সুষম সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়েছে এবং সব সময় নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে কাজ করছে । গত ১০ বছরে চীনের বিভিন্ন স্তরের নারী সংস্থা নারীদের উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে কিকি কাজ করেছে প্রশ্ন সহ কয়েকটি প্রশ্নেচীনের জাতীয় নারী ফেডারেশনের ভাইস চেয়ারম্যান মাদাম হুয়াং চিংই "চীনা নারী" পত্রিকাকে এক সাক্ষাত্কার দিয়েছেন ।

    ১৯৯৫ সালের চতুর্থ বিশ্বনারী সম্মেলন থেকে এ পর্যন্ত ১০ বছরে চীনের বিভিন্ন স্তরের নারী সংস্থা নারী উন্নয়নে কিকি কাজ করেছে প্রশ্নটির উত্তরে মাদাম হুয়াং বলেছেন , নারীদের সঙ্গেপার্টি যোগাযোগ করার সেতু হিসেবে এবং রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার এক গুরুত্বপূর্ণ সামাজিক স্তম্ভ হিসেবে গত ১০ বছরে বিভিন্ন স্তরের নারী সংস্থা পার্টির নেতৃত্বে মনোযোগের সঙ্গে নারী-পুরুষ সমতা নিশ্চিত করা ও নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা করার দায়িত্ব পালন করে ব্যাপক নারীদের সমাজতান্ত্রিক আধুনিকায়নে ঝাঁপিয়ে পড়তে উত্সাহ দেয়ায় অনেক ফলপ্রসূ কাজ করেছে । গ্রামাঞ্চলে আমরা গ্রামীন নারীদের আয় বৃদ্ধি ও তাদের জীবনযাত্রার মান উন্নত করাকে আমাদের প্রধান কাজ হিসেবে গ্রহন করেছি, আমরা গ্রামীণ নারীদের সেবা করার শিক্ষা দান , বিজ্ঞান ও প্রযুক্তিগত সাহায্য ,তথ্য পরিসেবা , সহযোগিতার অর্থনীতি এবং দারিদ্র্য বিমোচনেরকাজ জোরদার করেছি । যার ফলে ২ কোটি গ্রামীণনারী নিরক্ষরতা থেকে মুক্তি পেয়েছেন , প্রায় ১০কোটি গ্রামীণ নারী দু-একটা ব্যবহারিক কৌশল আয়ত্ত করেছেন , ৬ লক্ষ গ্রামীন নারী কৃষিবিদের মর্যাদা পেয়েছেন। ২০ লক্ষ গ্রামীণ নারী দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে পা বাড়িয়েছেন । শহরাঞ্চলে আমরা নানা তত্পরতা চালিয়ে নারীদের নিজনিজ কর্মক্ষেত্রে নতুন অবদান রাখতে উত্সাহ দেই । মোট ৪ কোটি নারী তত্পরতাটিতে অংশ নিয়েছেন । আমরা সক্রিয়ভাবে নারীদের পুনঃকর্মসংস্থান সরকারের গোটা পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালিয়েছি । পঞ্চদশ পাঁচ সালা পরিকল্পনার মেয়াদে আমরা কর্মচ্যুত নারীদেরকে কারিগরী প্রশিক্ষণ দিয়েছি ,পেশা-পরিচিতিমূলক পরিসেবা দিয়েছি । যার ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে এবং ৬০ লক্ষ নারী আবার কর্মসংস্থান পেয়েছেন ।

    নারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে নারী সংস্থা কিকি ভূমিকা পালন করেছে প্রশ্নটির উত্তরে মাদাম হুয়াং চিংই বলেছেন , গত ১০ বছরে বিভিন্ন স্তরের নারী সংস্থা নিষ্ঠার সঙ্গে নারীদের পক্ষ থেকে গণতান্ত্রিক সিদ্ধান্ত , পরিচালনা ও তত্ত্বাবধানে অংশ নেয়ার দায়িত্ব পালন করে ব্যাপক নারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা ,বাস্তবায়ন ও জোরদার করার প্রচেষ্টা চালিয়ে আসছে ।"বিবাহ আইন","গ্রামাঞ্চলের জমি ঠিকার ব্যবস্থার আইন" সহ ৩৮টি আইনবিধির প্রণয়ন বা সংশোধনে আমরা নিজদের মতামত ও প্রস্তাব পেশ করেছি এবং নারীদের অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান আইনের সংশোধনে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করেছি এবং গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমিক সাফল্য অর্জন করেছি । আমরা নারী ও শিশুদের অধিকার ও স্বার্থ রক্ষার যুক্ত-সম্মেলন প্রভৃতি অধিকার ও স্বার্থ রক্ষার সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠা বা উন্নত করেছি , জাতীয় নারী ফেডারেশনের আইনগত সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছি , নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার হটলাইন ও পারিবারিক নির্যাতনদমন হটলাইন স্থাপন করেছি । আমরা নারীদের মধ্যে আইন প্রচার ও শিক্ষার কাজ চালিয়েছি এবং অনবরতভাবে গোটা সমাজের নারী-অধিকার ও স্বার্থ রক্ষার সচেতনতা এবং ব্যাপক নারীদের আইন অনুযায়ী অধিকার ও স্বার্থ রক্ষার সামর্থ্য বাড়িয়ে দেয়ার প্রচেষ্টা চালিয়েছি । আমরা নারীদের মধ্যে এইডস প্রতিরোধের সাধারণ জ্ঞানপ্রচার ও শিক্ষা দান করেছি ।

    নারী উন্নয়নের সামাজিক পরিবেশ উন্নত করার জন্যে নারী সংস্থা কিকি পদক্ষেপ নিয়েছে পশ্নটির উত্তরে মাদাম হুয়াং চিংই বলেছেন , গত ১০ বছরে চীনের বিভিন্ন স্তরের নারী সংস্থা সক্রিয়ভাবে নারী-পুরুষ সমতা এবং সংশ্লিষ্ট মৌলিক রাষ্ট্রীয় নীতি প্রচার করে বলিষ্ঠভাবে নারী-পুরুষ সমতা ত্বরান্বিত করেছে । নারীর প্রতি সম্মান প্রদর্শনের জ্ঞানবোধ দিনদিন মানুষের মনে বদ্ধমূলহয়েছে। জাতিয় নারী ফেডারেশন ২০০৪ সালকে নারীসংস্থার নারী-পুরুষ সমতা প্রভৃতি মৌলিক রাষ্ট্রীয় নীতি সম্প্রচার-সাল হিসেবে নির্ধারিত করেছে ,পার্টির বিদ্যালয়ে,সরকারী অফিসে ,মাধ্যমিক স্কুল ,কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আর আবাসিক এলাকায় গিয়ে রাষ্ট্রীয় নীতি প্রচার করেছে । চীনের ৩১টি প্রদেশ ও শহরের নেতৃবৃন্দ এবং ১০জন মন্ত্রী চীনের প্রধানপ্রধান পত্রপত্রিকায় মৌলিক রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের প্রবন্ধ লিখে রাষ্ট্রীয় নীতির সামাজিক মর্যাদাবাড়িয়েছে ।"চীনের ১০জন সেরা নারী "পদক প্রদানতত্পরতা চালিয়ে ব্যাপক নারীদের প্রগতিশীল ব্যক্তি হতে উত্সাহ দেয় এবং "সভ্যপরিবার ", " যোগ্য অভিভাবক এবং দক্ষ মানুষ লালনপালন করার তত্পরতা চালিয়ে অনবরতভাবে আত্মিক সংস্কৃতি সম্পর্কে নারী , শিশু ও পরিবারের চাহিদা পূরণ করতে থাকবে ।

    নারী ব্রতের সমৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে চীনের নারী সংস্থা আরও কিকি প্রচেষ্টা চালাবে প্রশ্নটির উত্তরে মাদাম হুয়াং চিংই বলেছেন ,চীনের নারী ফেডারেশন চীনের বিভিন্ন জাতির বিভিন্ন মহলের নারীদের আরও মুক্তি অর্জন করার জন্যে সংযুক্ত করার এক সামাজিক গণ সংস্থা । নারী উন্নয়ন সামনে নিয়ে যাওয়া , নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা করা এবং নারী-পুরুষ সমতা তরান্বিত করার ব্যাপারে নারী ফেডারেশনের অনস্বীকার্য দায়িত্ব । নতুন শতাব্দীর নতুন পর্যায়েবিশ্বের দৃষ্টিতে উন্মুক্ততার মনোভাব নিয়ে নারী ফেডারেশনের কাজের সারসংকলন করে চীনা নারী ফেডারেশেন আরও ব্যাপক , আরও গভীরভাবে আন্তর্জাতিক আদানপ্রদান ও সহযোগিতায় অংশ নিয়ে চীনের নারী ব্রতের টেকসই উন্নয়ন তরান্বিত করবে ,লক্ষ কোটি চীনা নারীকে ঐক্যবদ্ধ করে সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গঠণ করা এবং সমাজতান্ত্রিক সুষম সমাজ গড়ে তোলার জন্যে আরও বিরাট নতুন অবদান রাখবে ।