চীনের ভাইস প্রেসিডেন্ট চেন ছিং হোং ১৩ অক্টোবর পেইচিংয়ে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকির সংগে সাক্ষাতের সময় বলেছেন , চীন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে কূটনৈতিক উপায়ে সংলাপ আর শলা-পরামর্শের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা নিষ্পত্তি করার পক্ষপাতী । চীন আশা করে যে , ইরান সক্রিয়ভাবে বর্তমান অচলাবস্থা নিরসন করে যততাড়াতাড়ি সম্ভব ই ইউ'র সংগে তার বৈঠক আবার শুরু করবে ।
চেন ছিং হোং বলেছেন , চীন বিভিন্ন স্তর ও ক্ষেত্রে উভয় পক্ষের আদান প্রদান ও সহযোগিতা জোরদার করতে এবং নিরন্তর দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করতে ইচ্ছুক ।
|