চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ১৩ অক্টোবর পেইচিংয়ে সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোত্তাকির সংগে সাক্ষাতের সময় এই মত প্রকাশ করেছেন যে , চীন ইরানের পারমাণবিক সমস্যার সুষ্ঠু নিষ্পত্তির জন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে ।
লি চাও সিং বলেছেন , চীন বরাবরই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের পক্ষপাতী এবং ই ইউ'র সংগে অব্যাহতভাবে বৈঠক করার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী মীমাংসা কর্মসূচি অন্বেষণ করার জন্য ইরানকে সমর্থন করে ।
চীন-ইরান সম্পর্ক প্রসংগে মোত্তাকি বলেছেন , বহু ক্ষেত্রে দুদেশের বন্ধুত্ব, পারস্পরিক উপকারিতা ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে । ইরাকের পারমাণবিক সমস্যার সুষ্ঠু নিষ্পত্তির বিষয়ে চীন যে গঠনমূলক ভূমিকা পালন করছে , তার জন্য ইরান ধন্যবাদ জানায় ।
|