চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোংছুয়েন ১৩ অক্টোবর একটি সংবাদ সম্মেলনে বলেছেন , তাইওয়ান কর্তৃপক্ষের নেতা ছেন স্যুই পিয়েন তার পক্ষ থেকে এপেকের নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক অধিবেশনে অংশ নেয়ার জন্য যে তথাকথিত বিধান পরিষদের প্রধানকে মনোনীত করেছেন , চীন দৃঢ়ভাবে তার বিরোধিতা করে ।
খোংছুয়েন বলেছেন , এপেকের সংশ্লিষ্ট সমঝোতা স্মারকলিপি অনুযায়ী , এপেকের অধিবেশনে চীনের তাইপের কোন পর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন , সে সম্বন্ধে স্পষ্টভাষায় লিপিবদ্ধ করা হয়েছে । এই অধিবেশনে অংশ নেয়ার জন্য চীনের তাইপের উচিত শুধু এপেকের অর্থনৈতিক কাজের সংগে সম্পর্কিত মন্ত্রীকে পাঠানো । এই সব নিয়ম ও রীতিপ্রথা এপেকের তত্পরতায় তাইওয়ানের অংশ নেয়ার রাজনৈতিক ভিত্তি এবং এটাও এপেকের তত্পরতার সাফল্যমন্ডিত আয়োজনের অবশ্যম্ভাবী পূর্বশর্ত ।
|