চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোংছুয়ান ১৩ অক্টোবর পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , পাকিস্তানের দুর্গত এলাকায় চীনের তৃতীয় আর চতুর্থ কিস্তির ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে । আগামী কয়েক দিনের মধ্যে চীন ধারাবাহিকভাবে পাক পক্ষের প্রয়োজনীয় সামগ্রী দুর্গত এলাকায় পাঠাবে ।
সংবাদদাতার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন , পাক দুর্গত এলাকাকে দেয়া চীনের তৃতীয় ও চতুর্থ কিস্তি ত্রাণ সামগ্রী যথাক্রমে ১১ আর ১৩ অক্টোবর পৌঁছেছে । এই সব সামগ্রীর মধ্যে ওষুধপত্র , চিকিত্সা সরঞ্জাম , তাবু আর কম্বল অন্তর্ভুক্ত । এর সংগে সংগে চীনের আন্তর্জাতিক ত্রাণকর্ম দলও দুর্গত এলাকায় পুরোদমে কাজ চালাচ্ছে । ১২ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত তারা ধ্বংসস্তুপে চাপা পড়া ৩জন জীবিত দুর্গতকে উদ্ধার করেছে এবং ২শোরও বেশি আহতকে প্রাথমিক চিকিত্সা দিয়েছে ।
|