সিরিয়ার প্রেসিডেন্ট বাশার্ আল-আসাদ ১২ অক্টোবর রাজধানী দামাস্কাসে সুস্পষ্টভাবে বলেছেন, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক্ হারিরির হত্যাকান্ডে সিরিয়ার কোনো হাত ছিল না।
তিনি বলেছেন, যদি কোনো সিরিয়ান হারিরির হত্যাকান্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিশ্বাসঘাতক হিসেবে দন্ড দিতে হবে এবং আন্তর্জাতিক আদালত পাঠিয়ে বিচার কারা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বুশ একই দিন সফররত পোল্যান্ডের প্রেসিডেন্ট আলেকসান্দর কয়াস্নিয়েভস্কির সঙ্গে বৈঠক করার পর আবার সিরিয়াকে সতর্ক করেছেন যে, তারা যেন লেবাননের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করে। তাঁরা আশা করেন সিরিয়া আত্মঘাতি হামলাকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের সিরিয়া থেকে ইরাকে প্রবেশ করতে বাধা দেবে।
|