চীনের ভাইস প্রেসিডেন্ট জেন ছিং হোং ১৩ অক্টোবর পেইচিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মৌছের মোত্তাকির সঙ্গে সাক্ষাত্ করার সময়ে বলেছেন, চীন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে কূটনৈতিক উপায়ে সংলাপ আর আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান সমর্থন করে। চীন আশা করে, ইরান সক্রিয়ভাবে বর্তমান অচলাবস্থা ভেঙে দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা পুনরুদ্ধার করবে।
জেন ছিং হোং বলেছেন, চীন দু'পক্ষের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান এবং সহযোগিতা জোরদার করতে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যায় যোগাযোগ এবং সমন্বয় ঘনিষ্ঠ করতে , দ্বিপাক্ষীক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়বস্তু অব্যাহতভাবে সম্প্রসারণ করতে এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক নতুন পর্যায়ে ত্বরান্বিত করতে ইচ্ছুক।
মোত্তাকি বলেছেন, ইরানের নতুন সরকার অব্যাহতভাবে চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক গভীরতর করবে এবং ইরানের পারমাণবিক সমস্যায় চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চায়।
|