**১৯৩৭ সালের ১৩ অক্টোবর, চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মী প্রতিষ্ঠিত হয় ।
চীনের জনগণ জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ শুরু করার পর, চীনের কমিউনিস্ট পার্টি আর কুওমিনতাং পার্টি দক্ষিণ চীনের বিভিন্ন প্রদেশের গেরিলা সংস্কারের বিষয় নিয়ে বহুবার আলোচনা করে । একইদিনে দু'পার্টি আলোচনার পর একমত হয়েছে যে, চীনের চিয়াংসি, ফুচিয়ান, কুয়াংতোং,হুনান,হুপেই,হোনান, চেচিয়াং, আনহুই ইত্যাদি ৮টি প্রদেশ ১৩টি অঞ্চলের গেরিলা নিয়ে জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মী গঠন করে । ইয়েটিং নতুন চতুর্থ আর্মীর সেনাপতি নিযুক্ত হন এবং সিয়াংইংকে উপ-প্রধান নিযুক্ত হন । নতুন চতুর্থ আর্মীতে মোট ১০ হাজারেরও বেশী সৈন্য ছিল, তা চারটি ব্রিগেডে বিভক্ত হয় ।
**১৩ অক্টোবর পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হয়
১৯৬২ সালের ১৩ অক্টোবর,যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চল নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজনের সময়ে, এক দল যুবক পানামা পুলিশের অবরোধ লাইন ভেঙ্গে দেয় এবং পানামার একটি জাতীয় পতাকা সেতুর মাঝখানে স্থাপন করে । তারা সেই সেতুর নাম "আমেরিকার সেতু" নাম দেয়া এবং পানামা খাল অঞ্চলের সার্বভৌমত্ব ফিরিয়ে আনার দাবি জানায় । প্রচুর পানামানীয়ন অনুষ্ঠান স্থলে প্রবেশ করে বলে , সেই অনুষ্ঠান শীঘ্রই সমাপ্ত হয় ।
উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হলেন পানামার প্রেসিডেন্ট রপার্ট চার্লি, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী পল প্রমুখ । উদযাপনী অনুষ্ঠানে মার্কিন উপ -পররাষ্ট্রমন্ত্রী পল মার্টিন আর পানামা জাতীয় পতাকা উত্তোলন করার সময়ে , মার্কিন বিরোধী পানামানীয়নরা "মার্কিন বিরোধী স্লোগান" দেয়।
** বিশ্বের বৃহত্তম ব্রোন্জ বৌদ্ধ মূর্তীর নির্মাণকাজ হংকংয়ে সমাপ্ত হয়
১৯৮৯ সালের ১৩ অক্টোবর, আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোন্জ বৌদ্ধ মূর্তী ----২৬.৪মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তীর নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয় । চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান, চীনের বৌদ্ধ পরিষদের প্রধান চাও ফুছু প্রমুখ বৌদ্ধ মহলের ব্যক্তিরা উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । তিনি ভাষণ দিয়ে বলেন যে, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ইতিহাসে,সংস্কৃতির ইতিহাসে, শিল্পকলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
**যুক্তরাষ্ট্রে ব্যাপক বিষক্রিয়ার ঘটনা ঘটে
১৯৯৪ সালের ১৩ অক্টোবর, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সারাদেশে কমপক্ষে কয়েক হাজার লোক যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত আইসক্রিম কোম্পানির উত্পাদিত আইসক্রিম খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনা ঘটে ,কিন্তু কেউ মারা যায় নি । সেই কেন্দ্রের মুখপাত্র বলেন যে, কয়েক হাজার লোকের মধ্যে সেই কোম্পানি উত্পাদিত আইক্রিম খাওয়ার পর,মাথাধরা, বমি, প্রলাপ, জ্বর,মাথা ব্যাথা ইত্যাদি লক্ষণ লক্ষা দেখা দেয় । জানা গেছে, তখন যুক্তরাষ্ট্রে প্রায় ১৪টি রাজ্যে সেই ক্ষতিকর লক্ষণ আবিষ্কৃত হয় ।
|