চীনের দশম জাতীয় গেমস ১২ অক্টোবর রাতে চীনের পূর্বাঞ্চলের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে উদ্বোধন হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উদ্বোধনের ঘোষণা করেছেন।
চার বছর এক বার অনুষ্ঠিত জাতীয় গেমস হচ্ছে চীনের সবচেয়ে বিরাটাকারের সার্বিক ক্রীড়া মহা সম্মিলনী। এবারকার গেমসে অলিম্পিক গমেসের সকল বড় ইভেন্ট সহ মোট ৩২টি বিভাগের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত আছে। চীনের মূলভূখন্ডের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্র-শাসিত মহানগর এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল , ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং পেশাগত ক্রীড়া সমিতির প্রায় দশ হাজার খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। খেলোয়াড়দের সংখ্যা এবং প্রতিযোগিতার ইভেন্টের সংখ্যা উভয় চীনের জাতীয় গেমসের ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। প্রতিযোগিতা ২৩ অক্টোবর শেষ হবে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রোগ্গে , পেইচিং অলিম্পিক গেমসের সমন্বয় কমিটির চেয়ারম্যান হেইন ভের্ব্রুগেন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|