ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন ১১ অক্টোবর পুনরায় ঘোষণা করেছেন যে , ইসরাইল অব্যাহতভাবে মধ্যপ্রাচ্য শান্তির রোড- ম্যাপে অবিচল থাকবে এবং ফিলিস্তিনের সংগে শান্তির বিষয়ে অগ্রগতি লাভের জন্য প্রচেষ্টা চালাবে ।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , শ্যারন একই দিন তেল আবিবের নিকটে অনুষ্ঠিত লিকুদ পার্টির কেন্দ্রীয় কমিটির একটি অধিবেশনে এই মত প্রকাশ করেছেন যে , এই রোড ম্যাপ ছাড়া ইসরাইল অন্য কোনো নতুন পরিকল্পনা প্রণয়নের কথা বিবেচনা করে নি । তিনি বলেছেন , যদি ফিলিস্তিন সর্বপ্রথমে তার দায়িত্ব পালন করে , তাহলে তিনি অবশ্যই এই পরিকল্পনার বাস্তবায়নে অবিচল থাকবেন ।
|