চীনের উপ-প্রধানমন্ত্রী চেং ফেই ইয়েন ১২ অক্টোবর সেনচেনে বলেছেন , চীন অব্যাহতভাবে হাইটেক ক্ষেত্রে দেশ-বিদেশের শিল্প সংস্থার সহযোগিতা জোরদারে উত্সাহ দেবে ।
তিনি বলেছেন , আগামী ৫ বছরে চীন উন্মুক্ততার নীতিতে অবিচল থাকবে , বৈদেশিক বাণিজ্য প্রবৃদ্ধি পদ্ধতির রুপান্তর দ্রুততর করবে , অব্যাহত আর ইতিবাচকভাবে বৈদেশিক পুঁজি কাজে লাগাবে , পারস্পরিক উপকারিতা ও উভয়ের জয়ের বাস্তবায়িত করবে এবং অর্থনীতির নতুন বিকাশ ত্বরান্বিত করবে । তিনি আরো এই মত প্রকাশ করেছেন যে , চীন ধীশক্তি সম্পদ অধিকার সুরক্ষার ব্যবস্থা আরো জোরদার করবে এবং একটি সুষ্ঠু আইন ব্যবস্থার পরিবেশ গড়ে তুলবে ।
|