ভারতের একটি ত্রাণ সামগ্রী পরিবহন বিমান ১২ অক্টোবর পাকিস্তানে পৌঁছেছে। ভারত ও পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার পর ভারত এই প্রথম বিমান দিয়ে পাকিস্তানে ত্রাণ সামগ্রী পাঠালো।
পাকিস্তানের তথ্য মাধ্যম নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তাঁবু আর ওষুধ প্রভৃতি ত্রাণ সামগ্রী বোঝাই করা বিমানটি ১২ অক্টোবর ভোর বেলায় রাওয়ালপিন্ডির প্রথম বিমান ঘাঁটিতে অবতরন করে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১০ অক্টোবর নয়াদিল্লীতে পাকিস্তানকে ২৫ টন ত্রাণ সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন।
দক্ষিণ এশিয়ায় ৮ অক্টোবর প্রবল ভূমিকম্প হওয়ায় সবচেয়ে গুরুতর দুর্গত পাকিস্তান ঘোষণা করেছে, এই পর্যন্ত মোট ২৩ হাজার জন প্রাণ হারিয়েছেন।
|