ইরাকের শিয়া সম্প্রদায়, কুর্দি ও সুন্নী সম্প্রদায়ের প্রতিনিধিরা ১১ অক্টোবর সংবিধান বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন। সুন্নী সম্প্রদায়ের দাবিতে সকল পক্ষ চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচনের পর চার মাসের মধ্যে সংবিধান নিয়ে আবার পর্যালোচনা ও সংশোধন করবে।
জানা গেছে, সংশ্লিষ্ট পক্ষ একটি বিশেষ কমিটি গঠন করে সংবিধানের কিছু বিতর্কিত ও সংশোধিত নিয়ম নিয়ে পর্যালোচনা করবে। কিন্তু সংবিধানের কোন কোন বিষয় সংশোধন করবে তা এখনও জানা যায় নি।
জানা গেছে, ইরাকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মধ্যস্থতায় এ মতৈক্যে পৌঁছেছে।
|