চীন ও যুক্তরাষ্ট্র বস্ত্রপণ্য সমস্যা নিয়ে দুদিনব্যাপী ষষ্ঠ দফা আলোচনা ১২ অক্টোবর পেইচিংয়ে শুরু হয়েছে। চীনের প্রতিনিধিদলের প্রধান হচ্ছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের পরিচালক লু চিয়ান হুয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বস্ত্রপণ্য আলোচনার প্রতিনিধি ডেভিড্ স্পুনার্।
চলতি বছরের ১লা জানুয়ারী বস্ত্রপণ্য বিশ্বের কোটা ব্যবস্থা বাতিল হওয়ার পর, মার্কিন সরকার বলেছে যে চীনের ব্যাপক বস্ত্রপণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তা যুক্তরাষ্ট্রের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং মার্চ মাস থেকে পর পর ৯টি চীন বস্ত্রপণ্যের ওপর কোটা ধার্য করেছে। এই কারণে চীন তীব্র প্রতিবাদ করেছে। এই সমস্যা সমাধানের জন্য চীন ও যুক্তরাষ্ট্র জুন মাস থেকে পর পর পাঁচ বার আলোচনা করেছে। কিন্তু বাস্তবানুগ ফল অর্জিত হয় নি।
|