পাকিস্তানে ভূমিকম্পে গুরুতর ক্ষতিগ্রস্ত এলাকা বালাকোট শহরে মানবতাবাদী উদ্ধার ও ত্রানকার্যরত কয়েক ত্রান দল ১১ অক্টোবর সন্ধ্যায় সেই এলাকায় জাতিসংঘের সমন্বয় অফিস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। চীনের আন্তর্জাতিক উদ্ধারকারী টীম এই অফিসে সমন্বয়কারী হবে।
সবচেয়ে দ্রুত ভূমিকম্পের ঘটনাস্থলে পৌঁছানো চীনের আন্তর্জাতিক উদ্ধারকারী টীম এবং পরের যুক্ত আরব আমিরাত এই সমন্বয় সম্মেলনে যোগ দিয়েছে।
এই সমন্বয় অফিস সিদ্ধান্ত নিয়েছে যে, চীনের উদ্ধারকারী টীমের উদ্যোগে প্রতিদিন সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে পারস্পরিক তথ্য বিনিময় ও তত্পরতা সমন্বয় করা হবে। তাছাড়া চীনের উদ্ধারকারী টীম পাকিস্তানের সঙ্গে তথ্য বিনিময়ের ব্যবস্থা গড়ে তুলেছে।
অন্য খবরে প্রকাশ, ত্রানসাহায্য করার জন্য চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১১ অক্টোবর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এক লক্ষ ডলারের চাঁদা দিয়েছে।
|