চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোংছুয়ান ১১ অক্টোবর পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , পাকিস্তানের ভূমিকম্প দুর্গত এলাকায় চীন সরকারের পাঠানো একটি আন্তর্জাতিক ত্রাণকর্ম দল ১০ অক্টোবর থেকে উদ্ধার আর ত্রাণকর্ম শুরু করেছে । তারা অব্যাহতভাবে পাকিস্তানের উদ্ধার আর ত্রাণকর্মের সংগে সহযোগিতা চালাবে ।
তিনি বলেছেন , চীনের আন্তর্জাতিক ত্রাণকর্ম দল দুর্গত এলাকায় কার্যকরভাবে ত্রাণকর্ম চালিয়েছে । তারা আবিষ্কৃত ৩জন জীবিত দুর্গতের একজনকে উদ্ধার করেছেন এবং দশাধিক আহতের জন্য প্রাথমিক চিকিত্সা চালিয়েছেন ।
|