চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোংছুয়ান ১১ অক্টোবর পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , ১১ অক্টোবর সকালে চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই উত্তর কোরিয়া সফর শেষ করেছেন । তার এবারকার সফর খুব ফলপ্রসূ হয়েছে । দু'পক্ষের নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক সম্পর্ক আর অভিন্ন স্বার্থ জড়িত বিষয়াদিতে আন্তরিকভাবে মত বিনিময় করেছেন এবং মতৈক্যে পৌঁছেছেন ।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে খোংছুয়ান বলেছেন , চীন মনে করে যে , বন্ধুভাবাপন্ন আর পারস্পরিক উপকারিতার ভিত্তিতে দুদেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক ও সহযোগিতামূলক সম্পর্ক নিরন্তর সম্প্রসারিত করাও নতুন সময়পর্বে আর পরিস্থিতিতে দুদেশের মধ্যেকার ঐতিহ্যিক বন্ধুত্ব নিরন্তর সুসংবদ্ধ করা আর দুদেশের পারস্পরিক উপকারিতা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়ানোর পদ্ধতি ।
|