ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক ও জার্মানীর ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের (সি-ডি-ইউ) চেয়ারম্যান এনজেলা মেরকেলের মধ্যে ১০ অক্টোবর টেলিফোন যোগে কথাবার্তা হয়েছে। জার্মানীর নতুন চ্যান্সেলার নিযুক্ত হবার জন্য শিরাক মেরকেলকে অভিনন্দন জানিয়েছেন, এবং বিশ্বাস করেন যে ফ্রান্স-জার্মানী দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে।
ফ্রান্সের প্রেসিডেন্টের মুখপাত্র সূত্রে জানা গেছে, শিরাক টেলিফোনে বলেছেন, ফ্রান্স-জার্মানী দুদেশের মৈত্রী, ঐতিহ্যিক সম্পর্ক অনবরতভাবে জোরদার হবে বলে তিনি বিশ্বাস করেন, এবং ভবিষ্যতে তা ইউরোপীয় সংগঠনকে শক্তিশালী করতে সাহায্য করবে।
শিরাক বিদায়ী চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের সঙ্গেও টেলিফোন যোগে কথাবার্তা বলেছেন । গত সাত বছরে শ্রোয়েডার ফ্রান্স-জার্মানীর সম্পর্কের উন্নয়নে অনেক অবদান রেখেছেন বলে শিরাক তার জন্য ধ্যনবাদ জানান।
|