চীনের রাষ্ট্রীয় তথ্য প্রকাশনা সংস্থা আর রাষ্ট্রীয় কপি রাইট ব্যুরো সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তিতে ইন্টারনেটের মাধ্যমে বৈধ অধিকার লংঘন অপরাধের বিরুদ্ধে আঘাত হানার জন্য দেশজুড়ে একটি অভিযান চালানো হবে ।
এ পর্যন্ত চীনে এই অভিযান এমন একটি সবচেয়ে বলিষ্ঠ ও বিরাটাকারের অভিযান, যার মাধ্যমে ইন্টার নেটের মাধ্যমে বৈধ অধিকার লংঘন অপরাধ দমনের ব্যবস্থা নেয়া হবে ।
ইন্টারনেট প্রযুক্তি জনপ্রিয় আর বিকশিত হবার সংগে সংগে নেটের মাধ্যমে বৈধ অধিকার লংঘন করার নানা রকম অপরাধও দেখা দিয়েছে । এতে দেশ-বিদেশের কপি রাইট অধিকারী ব্যক্তিদের বৈধ অধিকার লংঘন করা হয়েছে ।
|