উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ-পরিষদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কিম্ ইয়োং নাম্ ১০ অক্টোবর বিকালে পিয়ং ইয়ংয়ের মাংইয়নদায়ে সফররত চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই'র সঙ্গে সাক্ষাত্ করেছেন।
তিনি বলেছেন, দু'দেশের ঐতিহাসিক মৈত্রীর মধ্যে প্রবল জীবনীশক্তি রয়েছে। দু'দেশের সম্পর্ক দু'দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য অনুযায়ী অব্যাহতভাবে সার্বিকভাবে উন্নত হচ্ছে। দীর্ঘকাল ধরে চীন পক্ষ উত্তর কোরিয়ার অর্থনৈতিক গঠনকাজের জন্য যে সাহায্য ও সহযোগিতা দিয়েছে তার জন্য উত্তর কোরিয়া ধন্যবাদ জানিয়েছে। এবং চীনের সঙ্গে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরও সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছে।
উ ই বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার উত্তর কোরিয়ার সঙ্গে সক্রিয়ভাবে নতুন পরিস্থিতিতে দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে পরামর্শ করবে। যাতে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা যায়।
|