চীনের কমিউনিস্ট পার্টির ১৬তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন ১১ অক্টোবর বিকালে পেইচিংয়ে শেষ হয়েছে। পূর্ণাঙ্গ অধিবেশনে "চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ১১তম পাঁচসালা পরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব" অর্থাত্ ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে।
চীন গণ প্রজাতন্ত্র ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে প্রতি পাঁচ বছর এক বার পরবর্তী পাঁচসালা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা। নিয়ম অনুযায়ী, ক্ষমতাসীন পার্টি প্রথমে সংশ্লিষ্ট প্রস্তাব উত্থাপন করে, তারপর সরকার তা সংশোধন করে, অবশেষে দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন সংস্থা-- জাতীয় গণ কংগ্রেসে পর্যালোচনা এবং ভোট করা হয়।
|