১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় কুয়াংতুং এবং হংকং যৌথ উদ্যোগে "২০০৫ কুয়াংতুং হংকং ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি, প্রযুক্তি ও বাণিজ্য সংক্রান্ত সহযোগিতা বিনিময় সম্মেলন" আয়োজন করবে।
হংকং আর কুয়াংতুং এই প্রথম বার যুক্তরাষ্ট্রে যৌথভাবে পুঁজি বিনিয়োগ উত্সাহদান তত্পরতা আয়োজন করবে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের অর্থ বিভাগের পরিচালক থাং ইয়াং নিন এবং কুয়াংতুং প্রদেশের গভর্নর হুয়াং হুয়া হুয়ার নেতৃত্বাধীন এক বিরাটাকারের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে। হংকং আর কুয়াংতুং প্রদেশের ২১টি প্রধান শহরের সরকারী উর্ধ্বতন কর্মকর্তা আর ব্যবসায়ী মহলের নেতারা এই সম্মেলনে অংশ নেবেন।
সভায় মার্কিন বাণিজ্য মহলের সঙ্গে তুয়াংতুং এবং হংকং অঞ্চলে পুঁজি বিনিয়োগ করার সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে। সম্মেলনের অংশগ্রহণকারীরা গভীরভাবে কুয়াংতুং আর হংকং এই দুটি অঞ্চলের সর্বশেষ পুঁজিবিনিয়োগের পরিবেশ সম্পর্কে জানবেন। অনুমান অনুযায়ী, ৭০০ জনেরও বেশি মার্কিন শিল্পপতি এবারকার সম্মেলনে উপস্থিত থাকবেন।
|