চীনের মানুষবাহী মহাশূন্যযানের পরিচালনা কার্যালয়ের পরিচালক ১১ অক্টোবর পেইচিংয়ে বলেছেন, ১২ ও ১৫ অক্টোবরের মধ্যে উপযুক্ত সময়ে মানুষবাহী "শেনচৌ"-৬ মহাশূন্যযান উত্ক্ষেপণ করা হবে।
এই পরিচালক বলেছেন, দু'জন নভোচারী এই মহাশূন্যযানে কয়েক দিনের কর্তব্য পালন করবেন। পরিকল্পনা অনুযায়ী, চীনের চিউ ছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে এই মহাশূন্যযানের উত্ক্ষেপণ হবে। পূর্ব নির্ধারিত কর্তব্য শেষে এই মহাশূন্যযান অন্তর্মঙ্গোলিয়ার মধ্যাঞ্চলে অবতরণ করবে।
এই পরিচালক আরও বলেছেন, এবারের মহাশূন্যযানের কর্তব্য পালনকারী নভোচারীদের নির্ধারণ করা হয়েছে এবং তাঁদের ব্যাপক প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। বর্তমানে এই মহাশূন্যযান উত্ক্ষেপণের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠুভাবে চলছে।
|